২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে উপস্থাপিত সিলেট জেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট। জাতীয় তথ্য বাতায়নের অন্তর্ভূক্ত সিলেট জেলার ওয়েব পোর্টাল এর অধীনে বিদ্যমান ৯৭ টি পোর্টাল এ পর্যবেক্ষণের আওতাভূক্ত হয়েছে। ওয়েব পোর্টাল পর্যব্খেণের আওতাভূক্ত বিষয়সমূহ : নোটিশ বোর্ড/খবর, এক নজরে প্রতিষ্ঠান, কর্মকর্তা সংক্রান্ত তথ্য, কর্মচারী সংক্রান্ত তথ্য, সেবা সংক্রান্ত তথ্য, যোগাযোগ সংক্রান্ত তথ্য, এপিএ সংক্রান্ত তথ্য এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সংক্রান্ত তথ্য। পর্যবেক্ষণের আওতাভূক্ত ৮ টি বিষয়ের জন্য ৮ স্কোর নির্ধারণ করে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, সিলেট এর প্রাপ্ত স্কোর ৮ । পর্যবেক্ষণটি প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য হালনাগাদের অবস্থা সরাসরি যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS